৭৫ তম স্বাধীনতা দিবসে খারিজা বেরুবাড়ি হাইস্কুল

 ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন  করল খারিজা বেরুবাড়ি হাইস্কুল। স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের  মধ্যে ছড়িয়ে দিয়ে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিদ্যালয়কে সুন্দর ভাবে সাজিয়েছে বেলুন ও রঙিন কাপড় দিয়ে। দু'দিন ব্যাপী অনুষ্ঠানে ও অংশগ্রহণে তাদের স্বতঃস্ফূর্ত যোগদান চোখে পড়ার মতো।প্রথম দিনে বিভিন্ন বিভাগের কুইজ, বক্তৃতা এবং বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা।
(১) বসে আকো প্রতিযোগিতা চলছে।

দ্বিতীয় দিনে প্রভাতফেরীর পর জাতীয় পতাকা উত্তোলিত করার পর বিদ্যালয়ে নাচ ও গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণও করা হয়।

(২) সমবেত সঙ্গীতে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।

ভারত ভাগ্য বিধাতা, ওঠ গো ভারত লক্ষ্মী, দেশ রঙ্গীলা, তেরি মিট্টি, ও আমার দেশের মাটি ইত্যাদি গানে দক্ষতার সাথে নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
(৩) একটি সমবেত নৃত্যের দৃশ্য।

নাচের প্রশিক্ষণে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি নন্দিতা সরকার। স্বাধীনতার গৌরবময় ইতিহাস ও বিপ্লবী যোদ্ধাদের স্বরণে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজীব মন্ডল, শিক্ষক শ্রী শান্তনু ঘোষাল, শ্রী আব্দুল কাদের,শ্রী রমেন রায় ডাকুয়া ও শিক্ষিকা শ্রীমতি অনুরাধা মন্ডল। (৪) বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক শ্রী রাজীব মন্ডল। 

একটি সমসাময়িক ও প্রাসঙ্গিক কবিতার আসামান্য আবৃত্তি করেন শিক্ষিকা শ্রীমতি জয়শ্রী রায়। "স্বাধীনতার পাঁচটি রঙ" কবিতাটি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দেবযানী রায় সরকার।
(৫) আবৃত্তিতে দশম শ্রেণির ছাত্রী দেবযানী রায় সরকার। 

অষ্টম শ্রেণীর ছাত্রী পিয়ালি রায়ের কন্ঠে "অ্যায় মেরে বতন কে লোগো " গানটি সুমিষ্ট ও সুরেলা ছিল। বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরাও। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বনশ্রী কুন্ডুর কন্ঠে "ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা" গানটি মনে রাখার মতো।
(৬) সঙ্গীতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বনশ্রী কুন্ডু।

অনুষ্ঠানের শেষে 'জয় হো', "চক দে ইন্ডিয়া" ইত্যাদি গানের তালে  যোগ দেন বিদ্যালয়ের প্রচুর ছাত্র-ছাত্রী।অনুষ্ঠান পরিচালনায় সামগ্রিকভাবে দায়িত্ব সামলেছেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী রাজীব ভট্টাচার্য।সব মিলিয়ে এবারের ৭৫ তম স্বাধীনতা দিবসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বিদ্যালয়ে।