গত ৯ ই ফেব্রুয়ারী, ২০২৩ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী এক জমকালো ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খারিজা বেরুবাড়ী হাই স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী বিজয়চন্দ্র বর্মন, বিশেষ অতিথি ছিলেন জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মাননীয় শ্রী লক্ষ্যমোহন রায় এবং জলপাইগুড়ি জেলার সদর দক্ষিণ মন্ডলের অবর শিক্ষা পরিদর্শক মাননীয় শ্রী রতন বর্মণ মহাশয়। এছাড়াও জেলার অন্যান্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান, প্রাক্তন ও বর্তমান বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যগণ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
মঞ্চে জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্রী লক্ষ্যমোহন রায় ও অন্যান্য অতিথিবৃন্দ
অনুষ্ঠানের শুভ সূচনা হয় ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীত "অন্তরমম বিকশিত করো অন্তরতর হে", প্রদীপ প্রজ্জ্বলন ও সংস্কৃত শ্লোক উচ্চারণের মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী রাজীব মন্ডল মহাশয়। এর পর আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত ভাষণ দেন।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাদিনভর অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ ছিল মুখরিত। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একে একে পরিবেশিত হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।
আন্তর্জাতিক ভাবে দেশ কালের বেড়া ডিঙিয়ে সুরের বৈশ্বিকতার সঙ্গে পরিচিত হতে চাওয়া এবং সুরের ভুবনকে অনুভব করার উদ্দেশ্যে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত গীতি আলেখ্য "গান ভালোবেসে গান" ছিল অত্যন্ত মনোজ্ঞ ও উপভোগ্য।
গীতি আলেখ্য পরিবেশের একটি দৃশ্যছাত্রীদের দ্বারা পরিবেশিত "উলঙ্গ রাজা", "শাড়ি"," টিউটোরিয়াল" কবিতা আবৃত্তি ছিল অত্যন্ত মর্মস্পর্শী। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য " পূজারিণী" ও অন্যান্য নৃত্য ছিল খুবই দৃষ্টি নন্দন।
"পূজারিণী" নৃত্যনাট্যের একটি দৃশ্যএকইসঙ্গে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা "প্রেরণা" প্রকাশিত হয়। ছাত্রছাত্রীদের চিন্তাভাবনা ও সৃষ্টিশীল মননের বিকাশ ঘটেছে এই পত্রিকায়। দেওয়াল পত্রিকাটি প্রকাশ করেন জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী বিজয়চন্দ্র বর্মন।
দেওয়াল পত্রিকা "প্রেরণা"অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দের দ্বারা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও অঞ্জলি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৯ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রী এবং এবং ১ জন কৃতী খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও জিতেন্দ্রনাথ প্রামাণিক মেধা পুরষ্কার ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
----------------------------------------------------------------------------------
অনুষ্ঠানের ভিডিও এখানে ক্লিক/টাচ করে দেখা যেতে পারে।