আজ ২০' ই জুলাই, ২০২১, মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। সেই পরীক্ষায় অন্যান্য বছরের মতো এবছরও বেশ ভালো ফলাফল করেছে খারিজা বেরুবাড়ি হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা।
এবছরের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে পৌলমি রায় সরকার(ছবিতে)। তার প্রাপ্ত নম্বর ৬৮৫।দ্বিতীয় হয়েছে সঙ্গীতা অধিকারী (৬৮৩),তৃতীয় হয়েছে জিৎ সুর (৬৮০)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজীব মন্ডল বলেন, " এ বছর করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের ছাত্রছাত্রীদের মতো আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বিদ্যালয়ের রেজাল্ট বরাবরই ভালো থাকে। এ বছর যারা ভালো রেজাল্ট করেছে তারা পড়াশোনায় খুবই ভালো। আমার মনে হয় পরীক্ষা হলে তারা হয়তো এরকমই রেজাল্ট করতো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।"
প্রসঙ্গত উল্লেখ্য যে এ বছর করোনা অতিমারির কারণে পরীক্ষা নিয়ে যথেষ্ট উৎকন্ঠার মধ্যে ছিলেন এ রাজ্যের কয়েক লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকরা। কয়েক দফা আলোচনার পর অবশেষে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর(৫০%) ও প্রজেক্ট মার্কসের(৫০%) ভিত্তিতে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বিদ্যালয় থেকে মার্কশীটের পাশাপাশি এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন সার্টিফিকেট ও একাদশ শ্রেণিতে ভর্তির ফর্ম বিতরণ করা হয়েছে।
