উচ্চমাধ্যমিকের ফলাফল


 এবছর ২২ শে জুলাই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  সেই ফলাফলে এগিয়ে আছে খারিজা বেরুবাড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীরাও। বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুকান্ত ভট্ট। তার মোট প্রাপ্ত নম্বর ৪৫১।এছাড়াও যারা তুলনামূলক ভালো ফলাফল করেছে তারা হল-অমৃতা চক্রবর্তী (৪৪৪),অদিতি সরকার (৪৪৪), দিয়া সরকার (৪২৬),উজ্জ্বল রায় (৩৯৪),রেবতী রায় (৩৮৯) ও পঙ্কজ কুমার রায় (৩৮৪)।