খেলায় আবারও জয়জয়কার খারিজা বেরুবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের

আবারও অসামান্য পারদর্শিতা প্রদর্শন করলো খারিজা বেরুবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অনুর্দ্ধ ১৭ বছর ক্যাটেগরিতে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে দশম শ্রেণীর ছাত্রী ইতিমা রায়। 'লং জাম্প ' ও 'হাই জাম্প' -এ যথাক্রমে প্রথম ও তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণীর সঙ্গীতা রায়। 'শট পাট ' এ তৃতীয় হয়েছে দশম শ্রেণীর সুনিতা রায়। সুশান্ত রায় ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়েছে। 

মেয়েদের এই সাফল্যে বেজায় খুশি বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা। শারীরিক শিক্ষার শিক্ষক রাজীব ভট্টাচার্য ও সহ- শিক্ষক আলতাফর রহমান এখবর বিদ্যালয়ের অফিসিয়াল হোয়াটসআপ গ্রুপে পোস্টের পর থেকেই সবাই উষ্ণ অঅভ্যর্থনা জানিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজীব মন্ডল ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।বিদ্যালয়ের শিক্ষক দিব্যজ্যোতি নিয়োগী লিখেছেন, " এবার জেলা ক্রীড়ায় তো আমাদের মেয়েদের জয়জয়কার ❤❤❤❤"। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আব্দুল কাদের লিখেছেন, "এবার state জয় করব।" শিক্ষক রামকৃষ্ণ বর্মন লিখেছেন, "দারুন লাগছে মেয়েদের জন্য।" শিক্ষিকা স্বেতা ভট্টাচার্য বিভিন্ন ইমোজি লিখে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

 মালবাজারে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা।