বিজ্ঞপ্তি

 
   বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীদের অভিভাবক/  অভিভাবিকা দের জানানো হচ্ছে যে, পশ্চিম বঙ্গ সরকারের নির্দেশ অনুসারে মধ্যাহ্ন ভোজনের আওতাভুক্ত ( Mid day meal) ছাত্র ছাত্রীদের(পঞ্চম শ্রেণি--অষ্টম শ্রেণি) মধ্যে , COVID-19  র প্রকোপ জনিত কারণে বিদ্যালয় বন্ধ থাকার জন্য, আগামী ২৩-৩-২০২০ ( সোমবার) এবং ২৪-৩-২০২০ ( মঙ্গলবার)
২ কেজি চাল ও ২ কেজি আলু ছাত্র - ছাত্রী পিছু বিতরণ করা হবে।

অভিভিবক/ অভিভাবিকা দের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিচের দেওয়া তারিখ ও সময় অনুযায়ী চাল ও আলু সংগ্রহ করে নিয়ে যান। ছাত্র-ছাত্রী দের আসার প্রয়োজন নেই।

২৩-৩-২০২০ (সময় সকাল ১১টা - দুপুর ১টা)- পঞ্চম শ্রেণি
২৩-৩ - ২০২০(  দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা)- ষষ্ঠ শ্রেণি

২৪-৩-২০২০ ( সময় সকাল ১১ টা থেকে দুপুর ১ টা)- সপ্তম শ্রেণি
২৪-৩-২০২০ ( সময় দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা)- অষ্টম শ্রেণি

স্থান :- বিদ্যালয় প্রাঙ্গণ।