পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও বরাবরই এগিয়ে থাকেখারিজা বেরুবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তা আবারও প্রমাণ করলো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা Sadar East Zonal Council এর Annual Inter-Zonal Athletic Meet 2020 তে। বিদ্যালয়ের নবম শেণীর ছাত্রী ইতিমা রায় ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়। বিভিন্ন বিভাগে মোট ১০ জন প্রথম, ৭ জন দ্বিতীয় ও ৮ জন তৃতীয় হয়। সব মিলিয়ে 'গার্লস জোনাল চ্যাম্পিয়ন' এর শিরোপা পায় খারিজা বেরুবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
জলপাইগুড়ি জেলার নেতাজী বিদ্যাপীঠে ২৭ ও ২৮ শে জানুয়ারী অনুষ্ঠিত হয় এই Athletic Meet.
জলপাইগুড়ি জেলার নেতাজী বিদ্যাপীঠে ২৭ ও ২৮ শে জানুয়ারী অনুষ্ঠিত হয় এই Athletic Meet.
